মৌলুল হোসেন ট্রাষ্টের খাদ্যসামগ্রী বিতরণ করলেন মাহমুদ উস সামাদ

নিজস্ব প্রতিবেদক


মে ০৪, ২০২০
০৭:০৭ পূর্বাহ্ন


আপডেট : মে ০৪, ২০২০
০৭:০৭ পূর্বাহ্ন



মৌলুল হোসেন ট্রাষ্টের খাদ্যসামগ্রী বিতরণ করলেন মাহমুদ উস সামাদ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকারের পাশাপাশি কর্মহীন লোকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বিভিন্ন সংগঠন। দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামে, সিলেট জেলা আওয়ামীলীগ নেতা মরহুম হাজী মৌলুল হোসেন কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে তাঁর পরিবারের সদস্যদের ব্যাবস্থাপনায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

পরিাির সূত্রে জানা যায়,  (০২ মে) শনিবার সকালে কর্মহীন লোকদের মধ্যে ৬০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের সাংসদ, শেখ রাসেল পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী।

এ সময় তিনি বলেন, মৌলুল হোসেনের পরিবার এ ধরণের খাদ্য সামগ্রী বিতরণ করায় সত্যিই প্রশংসার দাবি রাখে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসে কর্মহীন লোকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। সরকারের এই উদ্যোগের পাশাপাশি প্রবাসী এবং বিভিন্ন  বিত্তবানরা এগিয়ে আসায় কর্মহীন লোকদের কষ্ট লাঘব হচ্ছে। 

‘হাজী মৌলুল হোসেনের ছেলে প্রবাসে থাকা ছেলে ও বাড়িতে থাকা ছেলেরা তাদের পিতার অতীত ঐতিহ্য ধরে রেখে সমাজে মানুষের পাশে দাঁড়িয়েছে। এ ধরনের উদ্যোগে সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি’- বলেন সাংসদ।

এসময় উপস্থিত ছিলেন হাজী মৌলুল হোসেনের ছেলে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, মোল্লারগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোমিন হোসেন, এমদাদ হোসেন, মাহফুজ হোসেন প্রমুখ। 

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, তৈল, লবণ ইত্যাদি। 

বিএ-১৩