কলকাতা থেকে ৫৩ জনকে নিয়ে এল বিমান

সিলেট মিরর ডেস্ক


মে ০৪, ২০২০
০৪:১০ পূর্বাহ্ন


আপডেট : মে ০৪, ২০২০
০৪:১০ পূর্বাহ্ন



কলকাতা থেকে ৫৩ জনকে নিয়ে এল বিমান

করোনাভাইরাস সঙ্কটে ভারতে আটকে পড়া আরও ৫৩ জনকে দেশে ফিরিয়ে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এই ৫৩ জনকে আনা হয়েছে কলকাতা থেকে। তাদের নিয়ে বিমানের বিশেষ ফ্লাইটটি রবিবার বেলা ৩টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছায় বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

নতুন করোনাভাইরাস মহামারীতে ভারতে লকডাউন চলছে। এর ফলে আটকে পড়া বাংলাদেশিদের আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান ও ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

করোনাভাইরাস সঙ্কটে বিশ্বে যাত্রীবাহী বিমান চলাচল এখন সীমিত। বাংলাদেশের সঙ্গে এখন শুধু শুধু চীনের নিয়মিত ফ্লাইট চলছে।

বিএ-০৭