আরও ১১৩ পুলিশ করোনা আক্রান্ত

সিলেট মিরর ডেস্ক


মে ০৪, ২০২০
০২:০১ পূর্বাহ্ন


আপডেট : মে ০৪, ২০২০
০২:০১ পূর্বাহ্ন



আরও ১১৩ পুলিশ করোনা আক্রান্ত

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১১৩ জন পুলিশ সদস্য। এ নিয়ে সারাদেশে মোট ৮৫৪ জন পুলিশ সদস্য এই ভাইরাসে আক্রান্ত হলেন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন পুলশ সদস্য। রবিবার (৩ মে) দুপুরে পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মহানগরেই (ডিএমপি) রয়েছেন নতুন ৯৩ জনসহ মোট ৪৪৯ জন। সেইসঙ্গে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ২৫০ জন। আর আইসোলেশনে রয়েছেন ৩১৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৭ জন।

বিএ-০২