সংক্রমণ বাড়লে কোথাও জায়গা দেওয়া যাবে না

সিলেট মিরর ডেস্ক


মে ০৪, ২০২০
০১:৪৮ পূর্বাহ্ন


আপডেট : মে ০৪, ২০২০
০২:১০ পূর্বাহ্ন



সংক্রমণ বাড়লে কোথাও জায়গা দেওয়া যাবে না
গার্মেন্টস মালিকদের স্বাস্থ্যমন্ত্রী

- ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে কোথাও জায়গা দেওয়া সম্ভব হবে না বলে গার্মেন্টস মালিকদের সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

রবিবার (৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে করোনায় শিল্প-কলকারখানা খোলা নিয়ে এক সভা শেষে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে এ মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গার্মেন্টস শিল্প সংশ্লিষ্টদের আমরা পরামর্শ দিয়েছি। তারা আনা-নেওয়া, থাকা-খাওয়াসহ শ্রমিকদের সব বিষয়ে যেন বেশি করে সতর্ক হয়। তা না হলে সংক্রমণ যদি বেড়ে যায় পরে আমরা কোথাও জায়গা দিতে পারব না।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, পর্যায়ক্রমে তৈরি পোশাক ও বিভিন্ন শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই তৈরি পোশাক কারখানা খোলা রাখার তাগিদ দেওয়া হয়েছে। শ্রমিকদের পরিবহন ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি, শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে বলেও জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, প্রতিটি কারখানায় শ্রমিকদের স্বাস্থ্যবিধি মনিটর করা হবে।

বিএ-০১