সিলেট মিরর ডেস্ক
                        মে ০৩, ২০২০
                        
                        ০৭:৫৫ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মে ০৩, ২০২০
                        
                        ০৭:৫৫ পূর্বাহ্ন
                             	
                        
            
    জাতীয় অধ্যাপক আনিসুজ্জামাকে গত ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তির পর দুদিন করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) রাখা হলেও চিকিৎসকদের পরামর্শে দুদিন পরে তাকে কেবিনে নিয়ে যাওয়া হয় । কিন্তু শারীরিক অবস্থার আবার অবনতি হলে তাকে আবারও শুক্রবার বিকেলে সিসিইউতে নিয়েছেন চিকিৎসকরা। জানিয়েছেন তাঁর ছেলে আনন্দ জামান।
রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান।
আনন্দ জামান বলেন, আব্বার শারীরিক বিভিন্ন টেস্টের ফলাফল ও ভাইটাল নম্বরগুলো এখনও পজিটিভ। তবে ভীষণ দুর্বল। পর্যাপ্ত পুষ্টির জন্য সিসিইউতে রেখে তাকে রাইলস টিউবের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে। তার কনশাসনেস লেভেল এখনও বেশ কম। চিকিৎসকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তাকে।
বিএ-১৭