দেশে করোনা আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৫০০ ছাড়িয়ে

সিলেট মিরর ডেস্ক


মে ০৩, ২০২০
০৭:২১ পূর্বাহ্ন


আপডেট : মে ০৩, ২০২০
০৭:২৫ পূর্বাহ্ন



দেশে করোনা আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৫০০ ছাড়িয়ে

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে। করোনাভাইরাসের চিকিৎসা দিতে দিয়ে এ পর্যন্ত ৫২৩ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু রাজধানীর বিভিন্ন হাসপাতালের ৩৮৯ জন চিকিৎসক রয়েছেন। 

আজ শনিবার (২ মে) বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিস (এফডিএসআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এফডিএসআরের তথ্যমতে, ঢাকা ছাড়া আক্রান্ত চিকিৎসকদের মধ্যে বরিশাল বিভাগে ৯ জন, চট্টগ্রামে ১৭ জন, সিলেটে ৭ জন, খুলনায় ৩০ জন, রংপুরে ৭ জন, ময়মনসিংহ ৬১ জন এবং রাজশাহী বিভাগে ৩ জন রয়েছেন।

 

এএফ-১৫