সিলেট মিরর ডেস্ক
                        মে ০৩, ২০২০
                        
                        ০৬:৫২ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মে ০৩, ২০২০
                        
                        ০৬:৫২ পূর্বাহ্ন
                             	
                        
            
    দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৮৭৯০ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। যার পরিমাণ ৮৩.০৭ ভাগ এবং সর্বনিম্ন আছেন রাজশাহী বিভাগে যার পরিমাণ ১.৫৩ ভাগ।
আজ শনিবার (২ মে) করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ঢাকা বিভাগেই সর্বোচ্চ পরিমাণ করোনা রোগী শনাক্ত হয়েছেন। ১ মে’র রিপোর্ট অনুযায়ী, শনাক্ত রোগী ৮৩.০৭ ভাগ ঢাকা বিভাগের, ৪.৬ ভাগ চট্টগ্রাম বিভাগের, ১.৫৭ ভাগ সিলেট বিভাগের, ১.৮০ ভাগ রংপুর বিভাগের, ২.২০ ভাগ খুলনা বিভাগের, ৩.৭১ ময়মনসিংহ বিভাগের, ১.৬৯ ভাগ বরিশাল বিভাগের এবং রাজশাহী বিভাগের ১.৫৩ ভাগ।
এনএইচ/বিএ-১৫