সিলেট মিরর ডেস্ক
                        মে ০৩, ২০২০
                        
                        ০৬:৪৬ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মে ০৩, ২০২০
                        
                        ০৬:৪৬ পূর্বাহ্ন
                             	
                        
            
    করোনাভাইরাস সঙ্কটে ভারতে আটকে পড়া আরও তিন শতাধিক বাংলাদেশি দেশে ফিরেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ দুটি ফ্লাইটে তারা ফেরেন বলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান জানিয়েছেন।
চেন্নাই থেকে ছাড়া ইউএস-বাংলার ফ্লাইটটি শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে ১৬৭ জনকে নিয়ে ঢাকায় পৌঁছায়।
এরপর বিকেল ৪টা ৩৭ মিনিটে ১৫১ জন বাংলাদেশিকে দিল্লি থেকে নিয়ে আসে বিমানের ফ্লাইটটি।
নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ভারত থেকে কয়েক ধাপে ইউএস-বাংলা এয়ারলাইন্স এরই মধ্যে এক হাজারেরও বেশি বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে। বিমানও এনেছে কয়েকশকে।
এছাড়া সৌদি আরব, ব্যাংকক, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কয়েক শতাধিক বাংলাদেশি দেশে ফিরেছেন।
বিএ-১৪