নতুন করোনা আক্রান্ত ৫৫২, মৃত্যু ৫

সিলেট মিরর ডেস্ক


মে ০৩, ২০২০
১২:৪৭ পূর্বাহ্ন


আপডেট : মে ০৩, ২০২০
১২:৫৩ পূর্বাহ্ন



নতুন করোনা আক্রান্ত ৫৫২, মৃত্যু ৫

- ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৫ জন। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৫২ জনের। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩ জন। 

আজ শনিবার (২ মে) দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ১৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭টি। যা গত ২৪ ঘণ্টার চেয়ে ৪ দশমিক ৫৬ শতাংশ বেশি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরও ৫৫২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৯০ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ৫ জন। এদের ৩ জন পুরুষ, ২ জন নারী। পাঁচজনই ঢাকার বাসিন্দা। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ৩ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন।

এর আগে শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৫৭১ জন, মৃত্যু হয় ২ জনের। তার আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয় ৫৬৪ জন, মারা যায় ৫ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

 

এএফ-০৯