নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত র‌্যাব ও পুলিশের ৬১ সদস্য

সিলেট মিরর ডেস্ক


মে ০২, ২০২০
০১:০২ অপরাহ্ন


আপডেট : মে ০২, ২০২০
০১:০২ অপরাহ্ন



নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত র‌্যাব ও পুলিশের ৬১ সদস্য

হটস্পট নারায়ণগঞ্জে র‌্যাব ও পুলিশের ৬১ সদস্যের করোনাভাইরাস পজিটিভ এসেছে। তাদের মধ্যে চার জন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র‌্যাবের ১৭ এবং জেলা পুলিশের দুই পরিদর্শকসহ ৪৪ জন রয়েছেন। শুক্রবার (১ মে) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে র‌্যাব-১১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক (স্কোয়াড্রন লিডার) রেজাউল হক, সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দীন চৌধুরী, সহকারী পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব ও সহকারী পরিচালক মশিউর রহমান রয়েছেন।

র‌্যাব-১১ সূত্র জানিয়েছে, সম্প্রতি এই ব্যাটালিয়নের ২২১ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে ৯০ জনের রিপোর্ট এসেছে। তাদের মধ্যে ১৭ জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে কর্মকর্তাসহ আইসোলেশনে রয়েছেন ৩৪ জন। তবে আক্রান্তদের মধ্যে কোনও ধরনের উপসর্গ ছিল না। সবাই সুস্থ রয়েছেন। তাদের নমুনা রিপোর্ট পজিটিভ আসায় আইসোলেশনে রেখে চিকিৎসকদের নির্দেশনা মতে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

র‌্যাব জানায়, নারায়ণগঞ্জ করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হওয়ার আগে থেকেই র‌্যাব কর্মকর্তা ও সদস্যরা সামাজিক দূরত্ব নিশ্চিত করার দায়িত্ব পালন করেন। পাশাপাশি রাতে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দুস্থ মানুষদের খাবার পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছেন। এই দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত অনেক পরিবারের মানুষদের সংস্পর্শে যেতে হয়েছে। এ কারণে র‌্যাব সদস্য ও কর্মকর্তাদের শরীরে এই ভাইরাস ছড়ায়। তবে করোনাভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের সামাজিক সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে জেলা পুলিশ সুপার মো. জায়েদুল  আলম বলেন, ‘আক্রান্ত ৪৪ পুলিশ সদস্য বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন এলাকায় সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে রাস্তায় কাজ করেছেন। মানুষের সঙ্গে মিশে কাজ করতে গিয়ে তারা করোনা আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।’

তিনি জানান, আক্রান্তদের মধ্যে জেলা পুলিশের দুজন পরিদর্শক, সাত জন উপপরিদর্শক (এসআই), ও তিন জন সহকারী উপপরিদর্শক (এএসআই) রয়েছেন।  আক্রান্তরা সবাই আইসোলেশন রয়েছেন। তাদের মধ্যে তিনজনকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা সবাই নিজ নিজ বাসায় আইসোলেশন আছেন। তবে তারা সবাই সুস্থ আছেন। তাদের কারও করোনার উপসর্গ ছিল না।

এএফ-০৫