সিলেট মিরর ডেস্ক
মে ০২, ২০২০
০৯:৩০ পূর্বাহ্ন
আপডেট : মে ০২, ২০২০
১০:৪২ পূর্বাহ্ন
নিয়মিত দায়িত্বের পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণের কোয়ারেন্টিন ও শারীরিক দূরত্ব নিশ্চিতে ভূমিকা রাখা পুলিশ বাহিনীর ৬৭৭ জন সদস্য প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের বাইরে আরও ১ হাজার ২২৫ জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে এবং ১৭৪ জন আইসোলেশনে আছেন।
আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ৩২৮ জন।। গত ২৪ ঘণ্টায় পুলিশের ৬৮ জন সদস্য নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে পুলিশ সদরদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন।
করোনাভাইরাস সংক্রমণ থেকে নিজেদের রক্ষায় পুলিশ সদস্যদের আরও সাবধানে কাজ করার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়।
তিনি বলেন, মুখে মাস্ক অবশ্যই রাখতে হবে। সামাজিদ দূরত্ব বজায় রাখতে হবে। হাত কোনোভাবেই মুখে দেওয়া যাবে না।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৩৮ জন। তাদের মধ্যে ৬৭৭ জন (৮ শতাংশের বেশি) পুলিশ হওয়ায় একক পেশাজীবী হিসেবে তারাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন।
গেল সপ্তাহে পুলিশে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছে। গত ২৩ এপ্রিল সারা দেশে নতুন করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্য ছিলেন ২১৮। তাদের মধ্যে ঢাকা মহানগরের ছিলেন ১১৭ জন।
বিএ-১৬