নিজস্ব প্রতিবেদক
মে ০২, ২০২০
০৬:৫৮ পূর্বাহ্ন
আপডেট : মে ০২, ২০২০
০৬:৫৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলার সুজানগর গ্রামের দিনমজুর ও মধ্যবিত্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, মহামারি করোনা ভাইরাসের কারণে ইতোমধ্যে সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া কর্মজীবীরা। তাদের সহায়তায় এগিয়ে এসেছে দিরাই উপজেলার খতিবুর রহমান চৌধুরী, অতিবুর রহমান চৌধুরী, মাও. আব্দুল লতিফ চৌধুরী রহ. স্মৃতি ফাউন্ডেশন। শুক্রবার সকালে এই সংগঠনের উদ্যোগে শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমছুমিয়া চৌধুরী, কাইয়ুম চৌধুরী, লুতফুর রহমান চৌধুরী, সাদিক চৌধুরী, সালাম চৌধুরী, ওবায়দুল হক চৌধুরী, রফিকুল হক চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী প্রমুখ।
এনএইচ/বিএ-১১