জগন্নাথপুরে ৮০টি পরিবারকে খাবার দিলেন ভাই-বোন

জগন্নাথপুর প্রতিনিধি


মে ০২, ২০২০
০৩:৩৬ পূর্বাহ্ন


আপডেট : মে ০২, ২০২০
০৩:৩৬ পূর্বাহ্ন



জগন্নাথপুরে ৮০টি পরিবারকে খাবার দিলেন ভাই-বোন

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী তহুর উদ্দিন আহমদের ছেলে যুক্তরাজ্য প্রবাসী তোফায়েল আহমদ তুহিন এবং মেয়ে তানিয়া আক্তারের যৌথ অর্থায়নে করোনাদুর্গত অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

পবিত্র রমজান মাস উপলক্ষে আজ শুক্রবার (১ মে) দুপুরে প্রবাসীর বাড়িতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এদিন এলাকার ৮০টি পরিবারের মধ্যে এক সপ্তাহের খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ২ লিটার তেল, ১ কেজি ডাল এবং ১ কেজি করে ছোলা দেওয়া হয়।

 

এএ/আরআর