চালু হলো ‘পার্সেল ট্রেন’

সিলেট মিরর ডেস্ক


মে ০২, ২০২০
০২:২৮ পূর্বাহ্ন


আপডেট : মে ০২, ২০২০
০২:২৮ পূর্বাহ্ন



চালু হলো ‘পার্সেল ট্রেন’

করোনাভাইরাসের কারণে চলা অবরুদ্ধ অবস্থার মধ্যে প্রথমবারের মতো মালামাল নিয়ে যাত্রা শুরু করেছে '‌পার্সেল ট্রেন'। শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বিশেষ ‘পার্সেল ট্রেন’।

চট্টগ্রাম রেল স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায় বলে জানান পূর্ব রেলের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান।

তিনি বলেন, জুতা, ফার্নিচার, টায়ার ও অন্যান্য পণ্য নিয়ে ট্রেনটি ছেড়ে গেছে। সীতাকুণ্ড-ফেনী স্টেশন থেকে ট্রেনটি সবজিসহ অন্যান্য মালামাল বহন করার কথা। ঢাকা-চট্টগ্রাম রুটের বিভিন্ন স্টেশনে ট্রেনটি থামবে।

ট্রেনটি রাত আটটায় ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। সেটি ফের রাত ১০টায় ঢাকা থেকে রওনা হবে চট্টগ্রামের পথে।

সাদেকুর রহমান বলেন, বিভিন্ন মেইল ট্রেনের সাথে পার্সেল ট্রেনের বগি সংযুক্ত থাকত। ট্রেন চলাচল না থাকায় ছোট ব্যবসায়ীরা তাদের পণ্য আনা-নেওয়া এতদিন করতে পারেনি। সেকারণে সীমিত আকারে পার্সেল ট্রেন চালু করা হয়েছে।

সপ্তাহের সাতদিনই এই ট্রেনটি চলবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এক মাস পুরোপুরি বন্ধ রাখার পর শুক্রবার থেকে কৃষকের উৎপাদিত পণ্য, শাক-সবজি, খাদ্য ও পচনশীল সামগ্রী পরিবহনের জন্য বিশেষ ট্রেন চালুর কথা বৃহস্পতিবার জানিয়েছিল বাংলাদেশ রেলওয়ে।

বিএ-০২