নিজস্ব প্রতিবেদক
মে ০২, ২০২০
০১:৩৩ পূর্বাহ্ন
আপডেট : মে ০২, ২০২০
০১:৩৪ পূর্বাহ্ন
সিলেটের সুনামগঞ্জ জেলায় আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের বাড়ি জেলার ধর্মপাশা উপজেলায়।
জানা গেছে, গত মঙ্গলবার ধর্মপাশায় দুজনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। ওই দুজনের মধ্যে একজন ছিলেন উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের এক নারী। ওই নারীর স্বামী ও ছেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখান থেকে রিপোর্ট আসে ওই নারীর ছেলে করোনা পজেটিভ।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা.মো. শামস উদ্দিন।
তিনি জানান, গতকাল রাতে ধর্মপাশায় নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি তার মায়ের সংস্পর্শে এসে করোনাভাইরাসে আক্রান্ত হন। তার মা করোনা পজেটিভ ছিলেন। নতুন আক্রান্ত হওয়া ব্যাক্তিকে তার মায়ের সাথে বাড়িতেই কোয়ারেন্টিনে আছেন। তার শারীরিক অবস্থা ভাল আছে।
এনএইচ-০১/এএফ-০৯