সিলেট মিরর ডেস্ক
মে ০১, ২০২০
০৬:২৪ পূর্বাহ্ন
আপডেট : মে ০১, ২০২০
০৬:২৪ পূর্বাহ্ন
নভেল করোনাভাইরাস সংক্রমণের মধ্যে ওমানে আটকে পড়া ২৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২১ মিনিটে ওমান এয়ারের বিশেষ ফ্লাইটে ২৮৯ বাংলাদেশি বিমানবন্দরে এসে তারা পৌঁছান বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান।
তার আগে মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি বিশেষ ফ্লাইটে জাপান থেকে বাংলাদেশের ৫১ জন নাগরিক ফেরেন। এছাড়া কুয়েত থেকে দুই ধাপে ২৪৭ জন জাজিরা এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে ফিরেছেন।
এরই মধ্যে নতুন করোনাভাইরাসে সংক্রমনে বিমান চলাচল বন্ধ থাকায় পাঁচ ধাপে ভারতে আটকে পড়া আট শতাধিক বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া দিল্লি থেকে বিমানের বিশেষ ফ্লাইটে শতাধিক বাংলাদেশি ঢাকা ফেরেন।
নতুন করোনাভাইরাসের সংক্রমনে বিমান চলাচল বন্ধ থাকায় এরই মধ্যে জাপান, সৌদি আরব, ব্যাংকক, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ থেকে শতাধিক বাংলাদেশি দেশে ফিরেছেন।
বিএ-১৩