সোনাজয়ী জাতীয় দলের অধিনায়কের ঘরে খাবার নেই

খেলা ডেস্ক


এপ্রিল ২৬, ২০২০
০৭:১০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৬, ২০২০
০৭:১০ পূর্বাহ্ন



সোনাজয়ী জাতীয় দলের অধিনায়কের ঘরে খাবার নেই

রেশনের জন্য হাহাকার ভারতীয় মেয়ে খো–খো টিমের অধিনায়ক নাসরিনের। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে এই বিষয়ে দরবার করেছেন তিনি।
সাফ গেমসে সোনাজয়ী জাতীয় দলের অধিনায়ক ছিলেন নাসরিন। দিল্লির রাস্তায় বসে বাসন বিক্রি করেন তাঁর বাবা। কিন্তু লকডাউনের বাজারে সেই বিক্রিও বন্ধ। সংসারে একমাত্র রোজগেরে তিনি। অভাবের সংসারে অনটন মারাত্মক। রেশন পর্যাপ্ত নয়। দু’বেলা দুটো ভাতের জন্য মুখ্যমন্ত্রীকে টুইট করেছিলেন নাসরিন। কোনও উত্তর পাননি। জাতীয় খো–খো ফেডারেশনের সচিব কে আর ত্যাগি অবশ্য ব্যাপারটা জেনেই নাসরিনের অ্যাকাউন্টে এক লাখ টাকা জমা করে দেন। নাসরিনের কথায়, অভাবের সংসারে রেশন নেই। খাবার নেই। কিছু সংস্থার ত্রাণে দিন কাটছে। কিছু একটা ব্যবস্থার জন্য মুখ্যমন্ত্রীকে টুইট করেছিলাম। কিন্তু কিছুই হয়নি। তবে আশা ছাড়ছি না।’

এআরআর/০২