খেলা ডেস্ক
এপ্রিল ২৫, ২০২০
০১:০৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৫, ২০২০
০১:০৫ অপরাহ্ন
২০০২ সালে গোটা বাংলাদেশকে গর্বিত করেছিলেন আসিফ হোসেন খান। সাবেক এই তারকা শ্যুটার ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে জিতেছিলেন স্বর্ণ পদক। সেই ঐতিহাসিক পদকটি নিলামে তুলতে চান তিনি। করোনাভাইরাস সংকটে দেশের অসহায় ও দুস্থ মানুষদের সহায়তার জন্য এগিয়ে আসা।
শুক্রবার আসিফ বলেছেন, ‘হ্যাঁ, স্বর্ণ পদকটি আমি নিলামে তুলতে চাই। আমার তো আর তেমন কিছু নেই। বর্তমান পরিস্থিতিতে যদি এটি নিলামে তুলে ভালো একটা মূল্য পাওয়া যায়, তাহলে আমি কিছু মানুষকে সাহায্য করতে পারব। আর আমি মনে করি, এটা ভালো একটা ব্যাপার হবে। আর আমার নিজেরও ভালো লাগবে।’
ইংল্যান্ডের ম্যানচেস্টারে কমনওয়েলথ গেমসের ১৭তম আসরে স্বর্ণ পদক জিতেছিলেন আসিফ। ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে এটাই দেশের হয়ে প্রথম ও একমাত্র পদক জয়ের নজির। আসিফের খেলোয়াড়ি জীবনেরও সেরা সাফল্য এটি। অমূল্য এ পদকটিই তিনি মানবসেবায় কাজে লাগাতে চান।
এআরআর/০১