সাড়ে তিন লাখ টাকায় বিক্রি গলফার অর্জুনের ছেঁড়া জুতা

খেলা ডেস্ক


এপ্রিল ২৩, ২০২০
০৭:৪৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২০
০৭:৪৯ অপরাহ্ন



সাড়ে তিন লাখ টাকায় বিক্রি গলফার অর্জুনের ছেঁড়া জুতা

বয়সটা মাত্র ১৫ বছর। এই বয়সেই মহতী কাজ করে যাচ্ছেন গলফার অর্জুন ভাটি। শুরুতে নিজের ক্যারিয়ারের অর্জিত ১০২ ট্রফির সবকটি বিক্রি করে গড়েন ৪ লাখ ৩০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৮১ হাজার ৬০০) টাকার তহবিল। যার পুরোটাই নিজের দেশ ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন ভারতীয় ক্রীড়াঙ্গনের মহানুভব ক্ষুদে এই তারকা।
নিজের অর্জনের সর্বস্ব বিক্রি করেও থামেননি বৃহত্তর নয়ডার ক্রীড়াবিদ অর্জুন। বৈশ্বিক করোনাভাইরাস মহামারীতে সহায়তার হাত বাড়িয়ে দিতে ফের এগিয়ে এলেন। অর্জুন এবার বিক্রি করলেন নিজের এক জোড়া ছেঁড়া জুতা। এই জুতা পড়ে ২০১৮ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে ছিলেন তিনি। সেটা বিক্রি করে যোগাড় করেছেন ৩ লাখ ৩ হাজার রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৬৯ হাজার ৬০০ টাকা। এর আগে সব ট্রফি অর্জুন বিক্রি করে ছিলেন নিজের আত্মীয়-স্বজন ও মা-বাবার বন্ধুদের কাছে। এবার জুতাও তিনি বিক্রি করেছেন চাচা সম্পর্কের এক আত্মীয়ের কাছে। এর পুরো অর্থটাই তিনি দান করেছেন প্রধানমন্ত্রীর তহবিলে।

এআরআর/০২