নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২০, ২০২০
০৭:২০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২০, ২০২০
১০:১৮ পূর্বাহ্ন
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১১ এপ্রিল থেকে সিলেটে লকডাউন চলছে। কিন্তু এরপরও ঠেকানো যাচ্ছে না মানুষকে। প্রশাসনের নানামূখী পদক্ষেপের পরও প্রয়োজনে-অপ্রয়োজনে রাস্তায় বেরুচ্ছেন মানুষ। মানছেন না সামাজিক দূরত্ব। ব্যক্তিগত সুরক্ষার বিষয়টিও পাত্তা দিচ্ছেন না অনেকে। এতে করোনা বিস্তারের শঙ্কা বাড়লেও বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করায় ক্ষুব্ধ হয়েছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া।
আজ রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে সিলেট মিরর অনলাইনে ‘সিলেটে লকডাউন না মেনে রাস্তায় মানুষের ভিড়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি প্রকাশ হওয়ার পর সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেজায় নাখোশ হন। তিনি পত্রিকা অফিসে ফোন করে ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখান। এমনকি সংবাদটি সত্য নয় এবং ‘ঘরে বসে লেখা’ বলে আপত্তিকর মন্তব্য করেন।
সন্ধ্যা সাতটার কিছু পর সিলেট মিরর কার্যালয়ের টিএন্ডটি টেলিফোনে ওসি ফোন দিয়ে সংশ্লিষ্ট প্রতিবেদকের সঙ্গে কথা বলতে চান। প্রতিবেদক ফোন ধরলে বন্দরবাজার এলাকায় কোনো হকার নেই দাবি করে এই সংবাদ ঘরে বসে করা হয়েছে বলে মন্তব্য করেন। সংশ্লিষ্ট প্রতিবেদক তখন রবিবার সকাল ১১টার সময়কার বন্দরবাজার এলাকার ভিডিওচিত্র তার কাছে সংরক্ষিত আছে জানালেও তিনি তা মানতে রাজি হননি।
ওসি সেলিম মিয়া বলেন, ‘আপনারা ঘরে বসে একটা নিউজ কীভাবে লিখলেন। গত তিনদিন ধরে বন্দরবাজারে কোনো হকার নেই। কিন্তু আপনার নিউজে লেখলেন হাজার হাজার হকার এটা তো ঠিক হল না। যদি একটি হকার দেখাতে পারেন তাহলে আমি চাকরি ছেড়ে দেব। আপনাকে যে এই তথ্য দিয়েছে সে ভুল দিয়েছে। সড়কে অবশ্য কিছু ব্যাক্তিগত গাড়ি ছিল।’
প্রসঙ্গত রিপোর্টের কোথাও হাজার হাজার হকারের কথা বলা হয়নি। নগরের বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে যে চিত্র দেখা গেছে তা-ই সংবাদে সচিত্র উল্লেখ করা হয়েছিল।
এ সংক্রান্ত সংবাদটি পড়ুন-
সিলেটে লকডাউন না মেনে রাস্তায় মানুষের ভিড়