পুরোনো ম্যাচ দেখতে দেখতে ক্লান্ত ট্রাম্প

খেলা ডেস্ক


এপ্রিল ১৭, ২০২০
০৬:৪০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২০
০৬:৪০ পূর্বাহ্ন



পুরোনো ম্যাচ দেখতে দেখতে ক্লান্ত ট্রাম্প

টোকিও অলিম্পিক নিয়ে সিদ্ধান্ত নিতে আইওসি ও জাপান সরকার যখন গড়িমসি করছিল, তখন বিশ্বনেতাদের মধ্যে প্রথম ডোনাল্ড ট্রাম্পই আসরটি স্থগিত করার আহ্বান জানিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্টের ওই মনোভাব প্রকাশের আগেই অবশ্য মার্চ-জুলাইয়ের মধ্যকার সব বৈশ্বিক টুর্নামেন্ট স্থগিত হয়ে গিয়েছিল।

করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে আছে সব ধরনের খেলার লিগও। মোটের ওপর খেলাবিহীন এক সময় পার করছে ক্রীড়াবিশ্ব। যে কারণে খেলাধুলাবিষয়ক চ্যানেলগুলো পড়েছে অনুষ্ঠান সংকটে। সময় কাটছে পুরোনো খেলা বারবার প্রচার করে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা নিয়ে কথা বলতে গিয়ে এ বিষয়টিই টেনে এনেছেন।

করোনা-প্রভাবিত বিভিন্ন ইস্যুতে একপর্যায়ে খেলা নিয়ে বলেন, 'আমরা চাই মাঠে খেলা ফিরুক। এটা খুব দরকার। টিভিতে ১৪ বছরের পুরোনো বেসবল খেলা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। যদিও আমার খুব বেশি দেখার সময় হয় না। তবে এটা বলতে চাই যে, আমি আরও ভালো কিছু দেখতে চাই। খেলা দেখে কাজে যেতে চাই।'

এআরআর-০১/বিএ-০৪