ক্রীড়া প্রতিবেদক
এপ্রিল ১০, ২০২০
১০:৫৯ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১০, ২০২০
১১:২৪ অপরাহ্ন
সিলেটের প্রবীণ ক্রীড়া সংগঠক এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি বিমলেন্দু দে নান্টু আর নেই। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যগু তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
ক্রীড়াঙ্গণের প্রিয় এই মুখ সিলেটের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডানের সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনটির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এএফ/০৫