সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ০৩, ২০২৬
০৪:০৪ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৩, ২০২৬
০৪:৪৩ অপরাহ্ন
সিলেট-১ আসন: এনসিপির প্রার্থী ছাড়া সবার মনোনয়ন বৈধ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মনোনয়নপ্রত্যাশী ১০ জনের মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে একজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশামুল হকের মনোনয়ন স্থগিত করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব বাতিলের যথেষ্ট প্রমাণ দেখাতে না পারায় তার মনোনয়ন স্থগিত করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব এ তথ্য নিশ্চিত করেছেন।
এ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তারা হলেন-গণ অধিকার পরিষদের আকমল হোসেন, জাতীয় নাগরিক পার্টির এহতেশাম হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির খন্দকার আবদুল মুক্তাদীর, খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সঞ্জয় কান্ত দাস।
এহতেশাক হক ছাড়া বাকি ৯ প্রার্থীর মনোনয়ন গৃহীত করেছে নির্বাচন কমিশন।
গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১০ জন এবং সবাই মনোনয়নপত্র জমা দেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। এরপর ৫ থেকে ৯ জানুয়ারি আপিল গ্রহণ এবং ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
জিসি / ০৪