সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০২, ২০২৫
০৩:২২ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০২, ২০২৫
০৩:৪৪ অপরাহ্ন
‘আগস্টের সব কর্মসূচি ঘিরে পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা’
আগস্ট মাসের সব কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা নিয়েছে পুলিশ বলে জানান রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। শনিবার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিভিন্ন আবাসিক হোটেলে, আওয়ামী লীগ নেতাদের বাসা ও বিভিন্ন বস্তিতে অভিযান চলানো হচ্ছে। ভাটারা এলাকায় আওয়ামীলীগ কর্মীদের ট্রেনিং নেয়ার ঘটনায় ভাটারা থানায় মামলা এ পর্যন্ত ২২জন গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তিনি বলেন, সলিমুল্লাহ মেডিকেলের সামনে সোহাগ হত্যা মামলায় রুমান ব্যাপারি ও আবু হোসেন নামে আরও ২ জন গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে মোট ১৪ জন গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির মামলায় অপুকে গ্রেফতার করেছে পুলিশ। তার ধানমন্ডির বাসা থেকে চাঁদার টাকায় কেনায় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
জিসি / ০৩