‘এসবির কাছে গোয়েন্দা তথ্য থাকতে পারে, অধিকতর সতর্কতার জন্যই জানানো হয়েছে’

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২৯, ২০২৫
০৩:০৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৯, ২০২৫
০৬:২৯ অপরাহ্ন



‘এসবির কাছে গোয়েন্দা তথ্য থাকতে পারে, অধিকতর সতর্কতার জন্যই জানানো হয়েছে’

‘এসবির কাছে গোয়েন্দা তথ্য থাকতে পারে, অধিকতর সতর্কতার জন্যই জানানো হয়েছে’


সম্প্রতি দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) চিঠি নিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নজরুল ইসলাম জানিয়েছেন, এটি ধারাবাহিক কোনো রিপোর্ট নয়। হয়তো তাদের কাছে কোনও গোয়েন্দা তথ্য আছে। সেই প্রেক্ষিতে অধিকতর সতর্কতার জন্য তারা আগে থেকেই বিষয়টি জানিয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে। এই শঙ্কায় আজ থেকে ‘বিশেষ সতর্কতা’ জারি করা হয়েছে। যা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এই সময়ে রাজধানীতে বিশেষ অভিযান চালানো হবে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, নির্দিষ্ট করে কিছু বলা যায় না যে কোন এলাকায় হামলা হবে। জায়গার নাম উল্লেখ থাকলে সেই জায়গায় গুরুত্ব দিতে পারি। এগুলো সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে আমরা আমাদের পদক্ষেপগুলো নিয়ে থাকি। বিশেষ সতর্কতা ৮ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। যদি প্রয়োজন মনে করি সেটা বাড়ানো যেতে পারে।

তিনি আরও বলেন, ফেসবুক ইউটিউবে গত এক বছর ধরে নানা কর্মকাণ্ড দেখে আসছি। কয়েক দফা হরতালও দেয়া হয়েছে। আমরা দেখেছি হরতালের দিন আরও বেশি যানজট হয়েছে। মিডিয়াতে এসব প্রচার হলেও তা বাস্তবায়ন কঠিন। জুলাই বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশের সব বড় দলই উদযাপনের ঘোষণা দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে বিগত সরকারের লোকজন মাঠে নামার সম্ভাবনা কতটা আছে তা আমার জানা নেই।

জিসি / ০২