সিলেট মিরর ডেস্ক
জুলাই ২৮, ২০২৫
০৩:৩১ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৮, ২০২৫
০৩:৩১ অপরাহ্ন
ভারত থেকে কুড়িগ্রামে ভেলায় ভেসে এলো শিশুর মরদেহ, আবার নদীতে ভাসিয়ে দিলেন স্থানীয়রা
কুড়িগ্রামে দুধকুমার নদে কলাগাছের ভেলায় ভেসে এসেছে এক শিশুর মরদেহ। পরে স্থানীয়রা লাশটি আবার নদীতে ভাসিয়ে দেন।
রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গারুহারা ঘাটে দুধকুমার নদে ভাসমান একটি ভেলা দেখতে পান এলাকাবাসী। ভেলাটি কলাগাছের গুঁড়ি দিয়ে তৈরি, তার ওপর চাটাই পেতে রাখা ছিল প্রায় ছয় বছর বয়সি এক শিশুর মরদেহ। লাশটি চাদর, মশারি ও পলিথিন দিয়ে আচ্ছাদিত ছিল, শুধু মুখটি খোলা ছিল।
ভেলার সঙ্গে থাকা একটি কাগজে শিশুটির ছবি, নাম-ঠিকানা এবং একটি ভারতীয় মোবাইল নম্বর লেখা ছিল। স্থানীয় কলেজছাত্র ফারুক খান সেই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে অপরপ্রান্তে থাকা ব্যক্তি নিজেকে শিশুটির মামা পরিচয় দিয়ে জানান, শিশুটির নাম সুমীত দাস। তার বাবার নাম আকুমনি দাস এবং মায়ের নাম পদ্মা দাস। তারা ভারতের আসাম রাজ্যের ডেকাবঘাট লালবাড়ি এলাকার বাসিন্দা।
শিশুটির মামা অনকু দাস জানান, গত ১০ জুলাই সাপের কামড়ে মারা যায় সুমীত। স্থানীয় আচার-রীতির বিশ্বাস অনুযায়ী-নদীতে মরদেহ ভাসিয়ে দিলে হয়তো নতুন করে জীবন ফিরে পেতে পারে এই আশায় শিশুটিকে কলাগাছের ভেলায় করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
বিষয়টি জানার পর স্থানীয়রা লাশটি আটক না রেখে পুনরায় নদীতে ভাসিয়ে দেন।
এ বিষয়ে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, ‘শিশুর মরদেহ ভেসে আসার খবর পেয়েছি। পরে স্থানীয়রা সেটি আবার নদীতে ভাসিয়ে দিয়েছেন।’
জিসি / ০৫