মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত : তথ্য উপদেষ্টা

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২২, ২০২৫
০৩:২০ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২২, ২০২৫
০৩:২৫ অপরাহ্ন



মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত : তথ্য উপদেষ্টা


অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম জানিয়েছেন, মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) মধ্যরাতে মাহফুজ আলমের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।


পূর্বের সংবাদ-

মারা গেছেন শিশুদের রক্ষায় জীবনবাজি রাখা মাইলস্টোনের শিক্ষিকা মাহরিন


ওই পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজ মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ পোস্টটি শেয়ার দিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ।

উল্লেখ্য, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ দুর্ঘটনায় পুরো দেশ শোক আর আতঙ্কে স্তব্ধ।


এএফ/০২