সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৭, ২০২৫
০২:৪৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৭, ২০২৫
০২:৫০ পূর্বাহ্ন
৭১ এবং ২৪ আলাদা কিছু নয়: নাহিদ ইসলাম
৭১ এবং ২৪ আলাদা কিছু নয় বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ যে স্পিরিট তা পুনরোজ্জিবীত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সংস্কার এবং বিচার বিহীন যদি নির্বাচন দেওয়া হয় এবং কেবল কোন একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যে গণতন্ত্র, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে। ২০২৪ সালেও আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন ও লড়াই করতে হয়েছে, গণ অভ্যুত্থান করতে হয়েছে। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে এবং আমাদের যে শাসন কাঠামো এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সেগুলো আবার সংস্কার করে পূনর্গঠনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে। যেখানে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে। মানুষকে আর বারবার নামতে হবে না রাস্তায় রক্ত দিতে।’
তিনিবলেন, ‘আমরা মনে করি ৭১ এবং ২৪ আলাদা কিছু নয় বরং ২৪ এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ যে স্পিরিট তা পুনরোজ্জিবীত হয়েছে। ৭১ এ আমার যা চেয়েছিলাম সেটা ৫৪ বছরেও অর্জিত হতে পারেনাই বিধায় একটা ফ্যাসিজম ১৫ বছর পর বাংলাদেশের উপর চেপে বসেছিলো বিধায় আরেকটি গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়েছিল।৭১ এ সাম্যের কথা বলা হয়েছিলো, ২৪ এ কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি। যারা এটাকে পরস্পর বিরোধী এবং মুখোমুখি করে দাঁড় করিয়েছে তাদের উদ্দেশ্য অসৎ এবং আমরা মনে করি ২৪ এর গণ অভ্যুত্থানকে এবং ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। এই যে তরুণরা নেমে এসেছে নতুন সময়ের যে বার্তা সেই সময়ের বার্তাকে তারা ধারণ করতে পারছেনা।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে পুরোনো সংবিধান পুরোনো বন্দোবস্ত এবং ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে এবং আমরা মনে করি ২৪ এর যে গণ অভ্যুত্থান এবং আমাদের ৭১ এর সংগ্রাম আমাদের ৪৭ এর আজাদীর লড়াই এই সবকিছুর ভিতর দিয়ে আমরা যে স্বাধীন সার্বভৌম মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র পেতে চেয়েছিলাম তার একটি সুযোগ এবং সম্ভাবনা আমাদের গণ অভ্যুত্থানের পরে তৈরি হয়েছে।’
তিনি বলেন, ‘আমার দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য একধরনের নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে বিচার এবং সংস্কারের প্রশ্নকে পাশ কাটিয়ে অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পাঁয়তারা চলছে। এই সবকিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি। ২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’
শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
জিসি / ০৩