সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৫
০৩:২৭ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২০, ২০২৫
০৩:৩০ অপরাহ্ন
আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
আর মাত্র কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সপরিবারে রাজধানী ওয়াশিংটন পৌঁছেছেন তিনি। তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও পৌঁছেছেন।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় ক্যাপিটল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এজন্য রাজধানী জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা।
ওয়াশিংটনের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলের ভেতরে বসবে শপথ গ্রহণ অনুষ্ঠানের আসর। তবে প্রতিবারের মতো এই বছর ক্যাপিটল ভবনের বাইরের উদ্যানে অনুষ্ঠানের আয়োজন করা যায় নি।
ওয়াশিংটনে এই মুহূর্তে শৈত্যপ্রবাহ চলছে। অনুভূত হচ্ছে অতিরিক্ত ঠান্ডা। এই কারণে অনুষ্ঠান ‘আউটডোর’-এ না করে ‘ইনডোরে’ করার কথা ঘোষণা করা হয়েছে।
একবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে পরের বার হেরে গিয়ে আবারো ক্ষমতায় আসা মার্কিন ইতিহাসে নজিরবিহীন ঘটনা। তাই ঐতিহাসিকভাবে এবারের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে কৌতুহলের সীমা নেই। আগের দিনের আতশবাজির উৎসবের পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে রবিবার সর্বশেষ র্যালিতে অংশ নেন ট্রাম্প।
বৈরি আবহাওয়ার মধ্যে ওয়াশিংটন ডিসিতে সমাবেশে অংশ নিয়ে ট্রাম্প বলেছেন, ‘বিশ্ববাসী এবার এক নতুন আমেরিকা দেখবে।’
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন আসছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা। এদের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মাইলি ও ইতালির প্রেসিডেন্ট মেলোনির অংশ গ্রহণের কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিনের প্রতিনিধিত্ব করবেন সে দেশের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর।
১৮৭৪ সালের মার্কিন পররাষ্ট্র দপ্তর এক তথ্যে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে কোনো বিদেশি নেতা কখনো যোগ দেননি। সেই বিবেচনায় এবারের অভিষেক হচ্ছে ব্যতিক্রমী এক অভিষেক।
২০২১ সালে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন ট্রাম্প। কিন্তু এবারের অভিষেকে অংশ নিবেন জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা। এমনকি ট্রাম্প যাকে নির্বাচনে পরাজিত করেছেন সেই কমলা হ্যারিসও অংশ নিবেন। এ ছাড়াও অংশ নিবেন হিলারী ক্লিনটন।
ট্রাম্প প্রশাসন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে টেসলার ইলন মাস্ক, মেটার মার্ক জাকারবার্গ, অ্যামাজনের জেফ বেজোস, আ্যপলের টিম কুক, টিকটকের শু চিউ এবং গুগলের সুন্দর পিচাই-কে।
জিসি / ০৭