সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৪
০৮:০৬ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৬, ২০২৪
০৮:০৬ অপরাহ্ন
মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। এখন তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে শায়রুল কবীর খান সমকালকে জানান, জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী হাসপাতালে ফখরুল অনেকটা সুস্থ হয়ে উঠেছেন বলে জানান তিনি।
শায়রুল কবীর খান আরও জানান, হাসপাতালে মির্জা ফখরুলের সঙ্গে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ ও বিএনপি নেতা হাবিবুন্নবী খান সোহেল।
এএফ/০৪