সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৪
০৮:৫২ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৪, ২০২৪
০৫:১৩ অপরাহ্ন
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আসল ‘মাস্টারমাইন্ড’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় হলে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।
শনিবার (১২ অক্টোবার) দিবাগত রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।
সোহেল তাজ নিজের ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘‘আজকে পত্রিকায় পড়লাম বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে ছাত্র-জনতার অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান আবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সাহেব বলেছেন, এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতার, কোনো দলের নয়। আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন, এই গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে মাহফুজ- আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না যদি কয়েক দিন পর শোনা যায় যে আসল ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে সজীব ওয়াজেদ জয়- আমাদের সবার নিশ্চয়ই মনে আছে, বেচারা প্রিন্স চার্লস-এর কত বছরই না অপেক্ষা করতে হয়েছিল রাজা হওয়ার জন্য।
এএফ/০১