সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৪
০৩:৫৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২৪
০৩:৫৬ পূর্বাহ্ন
ছাত্রনেতা মাসরুর রাসেলকে পরীক্ষিত সৈনিক উল্লেখ করে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী বলেছেন, ‘সিলেটে বিএনপি পরিবারে বহু ত্যাগী ও নিবেদিত নেতাকর্মী আছেন। যারা পদ-পদবির লোভে কাজ করেন না। পদ-পদবি না থাকলেও এই নেতাকর্মীরা দলের দুর্দিনে রাজপথে সম্মুখ সারিতে বুলেটের মুখে বুক পেতে দেন। এমনই একজন হচ্ছেন সিলেট জেলা যুবদলের নতুন দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল।’
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরের মির্জাজাঙ্গালে একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান চৌধুরী বলেন, ‘বিগত দেড় দশকেরও বেশি সময়কাল ধরে জাতির ঘাড়ে চেপে বসা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিটি মিছিল-সমাবেশ কেউ থাকুক না থাকুক মাসরুর রাসেল কর্মীদের নিয়ে রাজপথে ছিলেন। এমন একজন নিবেদিতপ্রাণ সাবেক ছাত্রনেতাকে এতোদিন যথাযথ মূল্যায়ন করা হয়নি। এবার যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতারা রত্ন বাছাই করতে ভুল করেননি। রাসেলের রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকেই আমি তাকে জানি। সে কখনও দলের সঙ্গে বেঈমানি করেনি।’
তিনি আরও বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা দেশকে গত দেড়দশকে দোজখ বানিয়ে চোরের মতো দেশ ছেড়ে পালিয়েছে। অন্যদিকে আপোসহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জীবনের কঠিন সময়েও দেশের মানুষকে ছেড়ে যাননি। ইনশাআল্লাহ্ আগামীতে জনগণের ভালোবাসার দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো একটি যৌক্তিক সময়ে দেশে নির্বাচন দিন। মানুষ ভোট দিতে উদগ্রীব হয়ে অপেক্ষা করছে।’
সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ায় মাসরুর রাসেলকে সংবর্ধনা জানিয়ে অনুষ্ঠানটি আয়োজন করেন যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, জাসাস-সহসিলেট বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জয়নাল আহমেদ রানু্, জেলা বিএনপি নেতা মিনহাজ আহমদ চৌধুরী, সামুন আহমদ, মহানগর বিএনপি নেতা ওজী মো. কাউসার, জেলা বিএনপি নেতা রাসেল আহমদ, মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু, মোস্তাক আহমদ, জেলা বিএনপি আব্দুল্লাহ আল মামুন, মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুস সালাম, জেলা যুবদল নেতা আবু শাহীন, এম জি এ সুহিন, জাসাস নেতা রুমেল রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা অরিত্র আহমেদ বাফিল ও ফাহাদ ভূইয়া, যুবদল নেতা রুবেল আহমদ, ইমাম মো. জহির, সাদী খাঁন, দেলোয়ার হোসেন, আবুল কালাম বাবু, সাব্বীর বাবু, জাবের আহমদ, মহানগর ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল আলম মাহী, জেলা ছাত্রদলের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আজমল হোসেন অপু, জেলা ছাত্রদল নেতা এস এম শোয়েব আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ, মহানগর ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহানগর ছাত্রদল নেতা সপ্তাংশু দাস, জেলা ছাত্রদল নেতা আল আমিন উল্লাহ্, আবুল কাশেম, ইয়াসিন আরাফাত প্রমুখ।
এএফ/০১