সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৪
০৫:৩৩ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১৭, ২০২৪
০৪:২৮ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষজ্ঞ দল।
সোমবার তারা নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। একইদিন আলাদাভাবে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধিদলও।
ইউরোপীয় ইউনিয়নের ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন; ডেভিড নোয়েল ওয়ার্ড, সুয়েবস শ্যার্লট, অ্যালেক্সজান্ডার মেটাস এবং রেবেকা কক্স।
আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) নির্বাচন পর্যবেক্ষণ মিশন টিমের ৪ সদস্য হলেন; নাতাশা রথচাইল্ড ক্রিসপিন কাহেরু, ইভায়লো পেন্টশেভ এবং মরিয়ম তাবাতাজে। তারাও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছ থেকে ভোটের সার্বিক বিষয়ে জেনেছে।
ইসি সূত্র জানায়, ইইউর বিশেষজ্ঞ দল মূলত ভোটের হার নিয়ে জানতে চেয়েছে। নির্বাচন কমিশন বলেছে, ৭ জানুয়ারি বড় ধরনের সহিংসতা ছাড়াই অনেকটাই শান্তিপূর্ণ হয়েছে নির্বাচন। এতে প্রায় ৪২ শতাংশ ভোট পড়েছে। দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বিদেশি পর্যবেক্ষকরাও এ নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন।
ইইউ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, তারা মূলত নির্বাচনের বিভিন্ন তথ্য জানতে চেয়েছেন। তাদের সেসব তথ্য জানানো হয়েছে। নির্বাচনে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা না ঘটায় তারা সন্তোষ প্রকাশ করেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছরের ২৯ নভেম্বর ঢাকায় আসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দল। এরপর ২৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসে।
আগামী ২৪ জানুয়ারি ইউরোপীয়ান নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল এবং ৩০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশ ত্যাগ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
এসব দলের প্রতিনিধিরা নিজ নিজ দপ্তরে গিয়ে দ্বাদশ নির্বাচনের পুরো প্রতিবেদন জমা দিবেন। এরপর বাংলাদেশের সরকারের কাছেও একটি প্রতিবেদনের কপি পাঠানোর কথা রয়েছে।
আরসি-০১