কথাক‌লি সি‌লে‌টের নতুন সভাপ‌তি শে‌রো, সম্পাদক সুমন

সি‌লেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৮, ২০২৩
১০:৪৭ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ৩০, ২০২৩
১১:৩০ পূর্বাহ্ন



কথাক‌লি সি‌লে‌টের নতুন সভাপ‌তি শে‌রো, সম্পাদক সুমন

সি‌লে‌টের খ‌্যাতনামা সাংস্কৃ‌তিক সংগঠন কথাক‌লি সি‌লে‌টের নতুন ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে।

শামসুল বাসিত শেরোকে সভাপতি এবং আমিরুল ইসলাম সুমনকে সাধারণ সম্পাদক করে ১৪৩১-৩২ বঙ্গাব্দের ক‌মি‌টি ঘোষণা করা হয়।

ক‌মি‌টির অন‌্যান‌্যরা হ‌লেন সহ- সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক লিপি রানী মোদক, সম্পাদক(অর্থ) জুমেল আহমেদ ইব্রাহীম, সম্পাদক (দপ্তর ও প্রচার) মো. আব্দুল মালিক, সদস্য (১)- প্রশান্ত দে প্রলয়, সদস্য (২)- হাবিবা ফেরদৌস বিনতু, সদস্য (৩)- নাছিমা আকতার।

আরসি-০২