১০ ডিসেম্বর মানববন্ধনের অনুমতি পায়নি বিএনপি

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৭, ২০২৩
১১:২৭ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৮, ২০২৩
০১:৩৮ অপরাহ্ন



১০ ডিসেম্বর মানববন্ধনের অনুমতি পায়নি বিএনপি


বিএনপিকে ১০ ডিসেম্বর মানববন্ধনের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। বৃহস্পতিবার দুপুরে ডিবি কর্যালয়ে এ কথা বলেন তিনি। 

ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, ১০ ডিসেম্বর বিএনপিকে মানববন্ধনের অনুমতি দেওয়া হয়নি, পরোয়ানাভুক্ত আসামি পেলেই গ্রেপ্তার করা হবে।  

কেউ যাতে সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশ কাজ করছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, ২৮ অক্টোবর পুলিশ হত্যাসহ বিভিন্ন নাশকতার সাথে জড়িত পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে কোনো আইনি বাধা নেই। 

বিভিন্ন দলের প্রার্থীদের নিরাপত্তা ইস্যুতে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, কেউ নিরাপত্তাহীতায় ভুগলে কিংবা সাইবার বুলিংয়ের শিকার হলে, নিজ জেলার পুলিশের কাছে সহায়তা চাইতে পারেন।



এএফ/০২