সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৩
১০:০২ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৯, ২০২৩
১০:০২ অপরাহ্ন
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে এসে সংস্থাটির প্রধান হারুন অর রশীদের সাথে দুপুরের খাবার খেলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টায় তিনি কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর তারা একসাথে দুপুরের খাবার খান।
মূলত ডিবি প্রধান হারুন অর রশীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতেই তিনি কার্যালয়ে এসেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে শামীম ওসমান বলেন, ‘হারুন ভাই আমার অনেক আগে থেকে পরিচিত। এক সাথে রাজনীতি করেছি। সে কারণেই দেখা করতে আসা। পাশাপাশি নির্বাচন সামনে দেশকে নিয়ে অনেকেই ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এসব তথ্য তাকে দিয়েছি।’
তিনি বলেন, ‘এমপি হিসেবে নয় সাধারণ মানুষ হিসেবে তথ্যগুলো দিয়ে গেলাম। হারুন ভাই ক্যাপাবল (সক্ষম) অফিসার, সে ব্যবস্থা নিতে পারবে।’
এসময় ডিবি অফিসে দুপুরের খাবার খাওয়া প্রসঙ্গে জানতে চাইলে এই সাংসদ বলেন, ‘হারুন ভাইয়ের খাবার নয়, উনার স্ত্রী আমার বোন। তার রান্না করা খাবার খেয়েছি।’
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমান। সংবাদ সম্মেলনে এক ঘণ্টারও বেশি সময় ধরে বক্তব্য রাখেন তিনি। এ সময় দলীয় অনুসারীরা তার পাশে উপস্থিত ছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১৫-২০ দিন সারা দেশে ধ্বংসাত্মক কার্যক্রম হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন শামীম ওসমান।
কালবেলা/ এএফ/০৭