সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৩
০১:৫১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৬, ২০২৩
০১:৫৩ পূর্বাহ্ন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে ফরমায়েশি ও একতরফা উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তফসিল প্রত্যাখ্যানের ঘোষণা দেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
তিনি বলেন, বিরোধী সকল দল ও অধিকাংশ জনগণের মতামত উপেক্ষা করে ঘোষিত এই তফসিল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ প্রত্যাখ্যান করছে। একই সাথে একতরফা নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা এবং একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল ১৬ নভেম্বর বাম গণতান্ত্রিক জোট আহূত দেশব্যাপী অর্ধদিবস হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এএফ/০৯