খারকিভ পোস্টাল সেন্টারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২২, ২০২৩
০২:৪৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২২, ২০২৩
০২:৪৭ অপরাহ্ন



খারকিভ পোস্টাল সেন্টারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬

ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। স্থানীয় কর্মকর্তার বরাতে দ্য গার্ডিয়ান রবিবার এ তথ্য জানায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। 

তাতে দেখা গেছে, এ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ইউক্রেনীয় পোস্টাল অপারেটর নোভা পোশতার লোগোসহ একটি পাত্র দেখা গেছে। 

এসময় তিনি ভিডিও বার্তায়, ইউক্রেনের মিত্রদের 'সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে' ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনহুবভ বলেন, সন্ত্রাসীদের হামলায় ছয়জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। তারা সবাই নোভা পোশতা টার্মিনালের ভেতরে থাকা কর্মচারী। 

তিনি বলেন, রাশিয়ানরা খারকিভের শান্তিপূর্ণ জনগণের ওপর সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে। 

আরসি-০৩