পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ২২সেপ্টেম্বর সমাবেশ সফলে মতবিনিময় অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৯, ২০২৩
০৬:২০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২৩
০৬:২০ অপরাহ্ন



পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ২২সেপ্টেম্বর সমাবেশ সফলে মতবিনিময় অনুষ্ঠিত


পর্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করার লক্ষ্যে ২২ সেপ্টেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল তিনটায় বিভাগীয় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগীয় সংহতি সমাবেশ সফলের জন্য সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে নগরের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে বিভিন্ন গণমাধ্যমে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন, সিলেট আহবায়ক, জাসদ সভাপতি লোকমান আহমদ সভাপতিত্বে ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন, সিলেটের সদস্যসচিব, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফরের সঞ্চালনায় গণমাধ্যম নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক চৌধুরী জাকা, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, কালের কণ্ঠ ব্যুরো প্রধান ইয়াহইয়া ফজল, সিলেটের ডাক-এর মো. আমিরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক দেবব্রত রায় দিপন, আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি ইয়াহিয়া মারুফ, সিলেট ভিউ-এর পল্লব ভট্টাচার্য, সাংবাদিক শংকর দাস, রেজওয়ান আহমদ, শহীদুল ইসলাম, প্রমুখ।

 পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন, সিলেট এর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টি জেলা সভাপতি আরিফ মিয়া, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন সিলেটের যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি কমরেড সিকান্দর আলী, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন, সিলেট এর যুগ্ম আহ্বায়ক, সিপিবি সাধারণ সম্পাদক খারুরুল হাসান, সিলেট জেলা বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জল রায়, গণতন্ত্রী পার্টি সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাম্যবাদী দলের সম্পাদক ব্রজ গোপাল,জাসদ জেলা সাধারণ সম্পাদক কেএ কিবরিয়া চৌধুরী, নাগরিক মৈত্রীর সমর বিজয় সী শেখর ,সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন,বাসদ জেলা শাখার সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, যুব জোটের মাহমুদ চৌধুরী, সাম্যবাদী দলের সজল রায়,প্রমূখ।

সভায় নেতৃবৃন্দ, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সম্মিলিত বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে  আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় সংহতি সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।


এএফ/০৯