সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৭, ২০২৩
০৯:৩৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৭, ২০২৩
০৯:৩৮ অপরাহ্ন
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এই সরকার আমাদের অর্থনীতি নষ্ট করেছে, যুব সমাজকে মাদকাশক্তিতে রূপান্তরিত করেছে। এই সরকারের শিরায় শিরায় দুর্নীতি।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলটির চেয়ারম্যান বলেন, বাংলাদেশ একদলীয় শাসন ব্যবস্থায় চলছে। দেশটাকে তারা (আ.লীগ) পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলেছে। সাধারণ মানুষ বৈষম্যর শিকার হচ্ছে।
তিনি বলেন, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের মূল চেতনাকে ধ্বংস করা হচ্ছে। যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার নামে করা হচ্ছে। মানুষের স্বাভাবিক অধিকার খর্ব করা হচ্ছে। মানুষের রাজনৈতিক অধিকার নেই। আমরা চাই আবার দেশটা গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে।
এএফ/১০