গয়েশ্বরকে নয়াপল্টনে পৌঁছে দিল ডিবি

সিলেট মিরর ডেস্ক


জুলাই ৩০, ২০২৩
০১:২৪ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ৩০, ২০২৩
০১:২৪ পূর্বাহ্ন



গয়েশ্বরকে নয়াপল্টনে পৌঁছে দিল ডিবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি কার্যালয় থেকে গাড়ি করে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

শনিবার দুপুর সাড়ে ৩টায় এ কথা জানান তিনি।

হারুন অর রশীদ বলেন, রাজধানীর ধোলাইখাল মোড়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছোড়েন। তাদের ধাওয়া দিলে গয়েশ্বর রাস্তায় পড়ে যান। এ সময় নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলে তিনি আহত হন। পুলিশ তাকে সেভ করতে গাড়িতে করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। পরে তাকে গাড়ি করে নয়াপল্টনে পৌঁছে দেওয়া হয়েছে।

এদিন বেলা ১১টায় বিএনপির অবস্থান কর্মসূচি কেন্দ্র করে ধোলাইখাল মোড়ে অবস্থান নেন নেতাকর্মীরা। এক সময় তাদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। জবাবে ইটপাটকেল ছোড়েন অবস্থানকারীরা। সেখান থেকে গয়েশ্বরকে আটক করে পুলিশ।

আরসি-০৯