সিলেট মিরর ডেস্ক
জুলাই ২৮, ২০২৩
০৭:১৫ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৮, ২০২৩
০৭:১৫ অপরাহ্ন
সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। এই মহাসমাবেশে সারা দেশ থেকে দলীয় নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
আজ শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির এ মহাসমাবেশ শুরু হয়।
মহাসমাবেশে সভাপতিত্ব করছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যুগপৎ ধারায় ঘোষিত এক দফা- প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। দলটির মহাসমাবেশ ও যুগপৎ আন্দোলন-সংগ্রামে শরিক দলগুলোর সমর্থন রয়েছে।
সকাল থেকেই মহাসমাবেশকে কেন্দ্র করে দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন নয়াপল্টন ও এর আশপাশের এলাকায়।
এ সময় নেতাকর্মীদের সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।