সিলেটে এটিএন বাংলার জন্মদিন পালিত

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৬, ২০২৩
০৩:৩৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৬, ২০২৩
০৩:৩৩ পূর্বাহ্ন



সিলেটে এটিএন বাংলার জন্মদিন পালিত


সিলেটে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার ২৭তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার দুপুরে নগরের জিন্দাবাজার ব্লু-ওয়াটার শপিং সিটিতে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি এটিএন বাংলার সিলেট বিভাগীয় প্রধান শাহ মুজিবুর রহমান জকনের মুখে কেক তুলে দেন।

এসময় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন,বস্তুনিষ্ঠ সংবাদের জন্য  এটিএন বাংলা এখনো মানুষের কাছে জনপ্রিয়। তিনি এটিএন বাংলা মুক্তিযুদ্ধের আদর্শের চেতনার টেলিভিশন হিসেবে তার কর্মকান্ড আগামীতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট রাজ উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিনিয়র সাংবাদিক আল-আজাদ, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, সাংবাদিক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সজল ছত্রি, নাসির উদ্দিন, নৌসাদ আহমদ চৌধুরী, হোসেইন আহমদ সুজাদ, এস আলমগীর, আবুল কালাম কাওছার, নাবিল হোসেন, ইয়াহইয়া মারুফ, সাজলু লস্কর, শাকিলুজ্জামান শাকিল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

এএন/০১