সিলেট মিরর ডেস্ক
মে ৩০, ২০২৩
০২:২৭ পূর্বাহ্ন
আপডেট : মে ৩০, ২০২৩
০৬:২২ অপরাহ্ন
দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে ও শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে গোলাপগঞ্জে মিছিলের আয়োজন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৩০ মে) বিকেল তিনটায় গোলাপগঞ্জ চৌমুহনীতে গণমিছিলের আয়োজনের কথা রয়েছে।
এ কর্মসূচিতে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অধিকাংশ নেতৃবৃন্দকে উপেক্ষিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সবার সঙ্গে আলোচনা না করে একটি গ্রুপ এই মিছিলের আয়োজন করায় বিভক্ত সৃষ্টি হয়েছে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগে। এতে ক্ষোভ প্রকাশ করছেন উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এদিকে উপজেলা আওয়ামীলীগের বিভাজন সৃষ্টি করা হচ্ছে উল্লেখ করে গতকাল রবিবার (২৮ মে) সিলেট জেলা আওয়ামীলীগ বরাবর অভিযোগ দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের অধিকাংশ নেতা। এতে স্বাক্ষর করেছেন উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির ৩৯জন নেতা।
অভিযোগে উল্লেখ করা হয়, বিগত ৫-৬ দিন থেকে উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ও ইউনিয়নে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নামে আগামী ৩০ মে মিছিল সফল করার লক্ষ্যে সভা সমাবেশ করা হচ্ছে। অথচ এ বিষয়ে আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির কোন সদস্য অবগত নন। বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরাও এ বিষয়ে অবগত নন বলে স্পষ্টভাবে জানান। এতে করে দলে স্পষ্ট বিভাজনের ইঙ্গিত পরিলক্ষিত হচ্ছে। যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং জাতীয় নির্বাচনের পূর্বে দলকে দুর্বল ও বিভক্ত করার শামিল। বিভিন্ন সামাজিক যোগাযোগেরমাধ্যমে এ বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন পদধারীদের স্ট্যাটাসে বিষয়টি প্রকাশিত হয়েছে। ফলে দলের অভ্যন্তরে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
তাদের অভিযোগ, একটি গ্রুপের মাধ্যমে মিছিল আয়োজন করে উপজেলা আওয়ামীলীগের নামে চালিয়ে দেওয়ার মধ্যে দিয়ে এই বিভাজন সৃষ্টি করা। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি দাবি জানান উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির ৩৯ জন নেতা। অভিযোগের অনুলিপি কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে পাঠানো হয়েছে বলে জানান তারা।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খুর্শেদ আলম চৌধুরী রিপন বলেন, দলকে বিভাজনের লক্ষ্যে একটি পক্ষ এই মিছিলের আয়োজনের করেছে। আমরা কার্যকরি কমিটির অধিকাংশই এ বিষয়ে অবগত নই। উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে গণমিছিল আয়োজনের বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবগত করলে তারা এ বিষয়ে জানেন না বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদ আহমদ চৌধুরী বলেন, কে বা কারা কার্যকরি কমিটিকে অবগত না করে কর্মসূচির আয়োজন করেছে। আমরা এ বিষয়ে অবগত নই। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে তারাও এবিষয়ে অবগত নয় বলে জানান তিনি।
এ ব্যাপারে জানতে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
উল্লেখ, যে। ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটি হলে মৃত্যু ও বহিষ্কার জনিত কারনে ৬ জন বাদ দিলে ৩৯ জন কার্যনির্বাহী কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগ বিভক্ত ইস্যুতে প্রতিবাদে সামিল হয়েছেন।
এএফ/০৯