সিলেটে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক


মে ৩০, ২০২৩
০১:২৪ পূর্বাহ্ন


আপডেট : মে ৩০, ২০২৩
০১:২৪ পূর্বাহ্ন



সিলেটে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত


সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে সিলেটে সেনানিবাসে এক বর্ণঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালির পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথির ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী।

পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে ১৪টি দেশে ৭ হাজার ৪৩৬ জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও কার্যক্রমে নিয়োজিত আছেন। যার মধ্যে ৫৭২ জন নারী। শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের সর্বমোট ১৬৭ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। 


এই ধারাবাহিকতায় বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যরা সদা প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ, সিটি কর্পোরেশন ও জাতিসংঘের স্থানীয় কর্মকর্তা। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী সেনানিবাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সদস্যরা বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার জন্য যে আত্মত্যাগ করেছেন, তা স্মরণীয় করার লক্ষ্যে বিশ্বব্যাপী ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালন করা হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ১৯৪৮ সাল হতে শান্তিরক্ষা কার্যক্রম শুরু হলেও বাংলাদেশ ১৯৮৮ সালের আগস্ট মাস থেকে আন্তর্জাতিক শান্তি প্রয়াসের সাথে সম্পৃক্ত হয়।

এএন/০১