সরে দাঁড়ালেন সিসিক নির্বাচনের কাউন্সিলর প্রার্থী ছাত্রদলের এনামুল

সিলেট মিরর ডেস্ক


মে ৩০, ২০২৩
১২:৩২ পূর্বাহ্ন


আপডেট : জুন ০২, ২০২৩
০৮:০০ পূর্বাহ্ন



সরে দাঁড়ালেন সিসিক নির্বাচনের কাউন্সিলর প্রার্থী ছাত্রদলের এনামুল


সিলেট সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ালের ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও জেলা ছাত্রদল নেতা এনামুল কবীর চৌধুরী সোহেল। আজ সোমবার (২৯ মে) বিকেলে নগরের খাদিমপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে নাগরিক সমাজের সঙ্গে আয়োজিত পরামর্শ সভায় তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। 

সভায় বক্তব্য দেন জেলা বিএনপি নেতা ইসতিয়াক সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াহিদুজ্জামান সোহেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদল সভাপতি সুদ্বীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানসহ বিভিন্নস্তরের নেতাকর্মী। 

অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার সুস্থতা ও দেশজাতির মঙ্গলের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা ইমদাদ হোসেন চৌধুরী।


এএফ/০৫