সিলেট মিরর ডেস্ক
মে ২৮, ২০২৩
০১:০৫ পূর্বাহ্ন
আপডেট : মে ২৮, ২০২৩
০১:১৩ পূর্বাহ্ন
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ী শিক্ষার্থীরা।
সিলেটে ক্যামব্রিজ কারিকুলামের একমাত্র সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘রাইজ’ স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘ওপেন ডে ও বিজ্ঞান মেলা।’ এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরাসহ বিভিন্ন শ্রেণীর মানুষের পদভারে মুখর হয়ে উঠে।
![]()
আজ শনিবার (২৭ মে) সকাল ১০টা থেকে ওপেন ডে ও বিজ্ঞান মেলা শুরু হয়। চলে বেলা দুইটা পর্যন্ত। প্রত্যেকটি শ্রেণি কক্ষে শিক্ষকদের পরিচালনায় করা হয় ডেমো ক্লাস, সাইন্সল্যাব, গবেষণা কর্ম ও বিভিন্ন ধরণের প্রদর্শনী। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিজ্ঞান মেলা। পরে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
![]()
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রয়েল এডুকেশন লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী এবং আর্লি ইয়ার্স সেন্টার হেড রোশিনা আহমদ চৌধুরী।
ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে আসা রাইজ স্কুলের প্রিন্সিপাল ইকলাসুর রহমান মোহাম্মদ অভিভাবকদের সঙ্গে পরিচিত হন এবং রাইজ স্কুলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রাইমারি অভিভাবকদের সঙ্গে সকাল ১১ টায় এবং সেকেন্ডারির অভিভাবকদের সঙ্গে দুপুর ১২ টায় পৃথক মতবিনিময় করেন। উপস্থিত সকলে শিক্ষার্থীদের উৎসাহ দেন। তাদের অংশগ্রহণে ওপেন ডে ও বিজ্ঞান মেলা আরও প্রাণবন্ত হয়ে উঠে।
![]()