কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মে ২৭, ২০২৩
০৪:৫০ পূর্বাহ্ন
আপডেট : মে ২৭, ২০২৩
০৬:১১ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৬ মে) সন্ধ্যা ৭টায় উপজেলার কলাবাড়ী ধলাই ব্রিজের উপরে ট্রাকের ধাক্কায় আহত হয়ে ঘটনাস্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গেলে পুলিশ আহতকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করলে রাত ৯টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নিহত মোটরসাইকেল চালক পল্লী চিকিৎসক আব্বাস আলী (৪৫)। তিনি উপজেলার টুকেরগাঁও গ্রামে বসবাস করেন। তার গ্রামের বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীগর উপজেলার থানাকান্দি গ্রামের বারেক মিয়ার ছেলে।
নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে আব্বাস আলীর ভাগনা নুর মোহাম্মদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধলাই ব্রিজের উপর ট্রাক ও মোটরসাইকেল দূর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্বাস আলীর বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় সিলেট মিরর-কে বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি টীম আহত আব্বাস আলীকে উদ্ধার করে উপজেলা হাসপাতাল থেকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে।
কেএ-০১/এএফ-০১