সিলেট মিরর ডেস্ক
মে ২৫, ২০২৩
১২:৫৭ পূর্বাহ্ন
আপডেট : মে ২৫, ২০২৩
০১:১৮ পূর্বাহ্ন
বাংলাদেশ বার কাউন্সিলের ২০২২-২৩ সনের এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাড্ভোকেটশীপ অর্জনকারী নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২২ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এই সংবর্ধনা দেওয়া হয়।
আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. নাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সিলেট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য অ্যাডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম, হিউমিনিটিজ অ্যান্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডা. রঞ্জিত কুমার দে এবং ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মো. হারুনুর রশীদ।
আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক গোলাম ফারুক রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবীন আইনজীবীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। নিজের অনুভূতি প্রকাশ করে সংবর্ধিতদের মধ্য থেকে বক্তব্য দেন অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট রাখাল চন্দ্র দাস, অ্যাডভোকেট সেলিম মিয়া, অ্যাডভোকেট মোহাম্মদ রায়হান আহমদ জয়, অ্যাডভোকেট জাহিদ খান নাবা ও অ্যাডভোকেট কামরুল ইসলাম চৌধুরী।
![]()
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, ‘অ্যাডভোকেটশীপ অর্জনকারী এনইইউবি’র শিক্ষার্থীরা তাঁদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জনের পাশাপাশি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সুনাম ছড়িয়ে দিয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের প্রাক্তন ছাত্র মো. তানভীর আহমেদ ১৪তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা-২০২১ এ মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান অধিকার করে সম্প্রতি ময়মনসিংহ জেলার সহকারী জজ হিসেবে নিযুক্ত হওয়ায় আমরা গর্ব অনুভব করছি।’ তাকে তার সুবিধা মতো সময়ে সংবর্ধনা দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিশেষ অতিথি অ্যাডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম বলেন, দেশে আইন পেশার বহু ক্ষেত্রে আইনজীবীদের সংকট রয়েছে বিশেষ করে লেবার কোর্ট, ফ্যামিলি কোর্ট, এ্যাডমিনিসট্রেটিভ কোর্ট ইত্যাদি। তিনি আশা প্রকাশ করেন নবীন আইনজীবীদের যোগদান এ সংকট সমাধান সহায়ক হবে এবং সাধারণ মানুষ সকলক্ষেত্রে আইনের সহায়তা পাবেন।
সভাপতি ড. মো. নাহিদুল ইসলাম প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংবর্র্ধিত নবীন আইনজীবীসহ উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এএফ/০৩