সিলেট মিরর ডেস্ক
মে ২৪, ২০২৩
০১:২৮ পূর্বাহ্ন
আপডেট : মে ২৪, ২০২৩
০১:২৮ পূর্বাহ্ন
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী এমসি কলেজের সাবেক ভিপি মো. আব্দুল হানিফ কুটু মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগের এই নেতা স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী হিসেবে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
আজ মঙ্গলবার (২৩ মে) সকালে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট অঞ্চল ও রিটার্নিং অফিসার ফয়সল কাদেরের হাতে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
মনোনয়ন জমা শেসে সাংবাদিকদের উদ্দেশ্যে কুটু বলেন, ‘নগরবাসীকে সেবা দিতে আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছি। আমি সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হলে নগরবাসীকে নিয়ে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের উদ্যোগ নেব। নগরবাসীর সকল ধরণের সুযোগ সুবিধা বৃদ্ধিতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করব। আমি নগরের বাসিন্দা, তাই কি কি সমস্যা রয়েছে তা ভালো করেই জানি। নগরের মানুষের কল্যাণে আমি সর্বদা সচেষ্ট থাকবো।’
মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন আব্দুল হামিদ, পিয়ার উদ্দিন, হুমায়ুন মজিদ টিটু, এনামুল হক চুনু, শাকির হামিদ, রাদিয়ান হানিফ, আব্দুল হক শাহীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি
এএফ/০৭